বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়িতে গত কয়েকদিন থেকে একেবারেই নেই মাছের আমদানী। বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে এসে হতাশ হয়ে ফিরছেন অনেকেই।
অনেকেই জানিয়েছেন পছন্দসই মাছ না পাওয়ায় তারা মুরগি অথবা পাঠার মাংশের দিকেই ঝুকছেন। অন্ধ্র অথবা বিহারের রুই মাছের আমদানি একেবারেই কম। ছোট মাছ পাওয়া যাচ্ছে না সেভাবে। বলা হচ্ছে বর্ষা না আসা পযর্ন্ত ছোট মাছ সেভাবে পাওয়া যাবে না। ফলে হতাশ হয়ে থাকতে হচ্ছে খাদ্য রসিকদের। বিয়ের মরসুমে একেবারেই মাছের আমদানি কম থাকায় সমস্যায় বিয়ের আয়োজকেরা। সমস্যায় পড়েছেন ক্যাটারিং পরিসেবার সাথে যুক্ত থাকা ব্যাবসায়ীরা। বাজারে এখন রুই কাতলা ছাড়া অন্য মাছের আমদানি একেবারেই তলানিতে। অনেকেই আছেন রুই কাতলা মাছ একেবারেই পছন্দ করেন না। তাদের জন্য অন্য মাছের যোগান দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন ক্যাটারারেরা।তবে মাছ বিক্রেতারা জানাচ্ছেন বর্ষা আসলেই মাছের আমদানি বাড়বে এবং স্থানীয় মাছ বাজারে চলে আসলেই সব সমস্যা মিটে যাবে।