বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ক্ষমতায় এলে রামমন্দিরের উপর দিয়েই বুলডোজার চালিয়ে দেবে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি! প্রচারে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । সদ্য রামমন্দির উদ্বোধন হয়েছে। আর প্রচারে গিয়ে সেই রামমন্দিরকে ইস্যু করে কংগ্রেসকে আক্রমণ করলেন মোদী (Prime Minister of India) ।
তিনি আরও বলেন, যোগী আদিত্যনাথের থেকে সেখা উচিৎ বুলডোজার কোথায় চালাতে হয়। উত্তরপ্রদেশের বারাবাংকিতে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সেখানে গিয়ে তিনি দাবি করেন, তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদী সরকার।
কংগ্রেসকে কটাক্ষ করে আরও বলেন, সম্মানরক্ষার খাতিরে এবার ওরা ৫০ টি আসনের টার্গেট নিয়েছে। মোদী বলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে শিক্ষা, কর্মসংস্থান সব ক্ষেত্রেই তাদের ‘ভোট ব্যাংক’কেই সংরক্ষণ দেবে। যা তফশিলি জাতি কিংবা উপজাতিদের দেওয়ার কথা তা মুসলিমদের দেওয়া হবে বলে দাবি করেন।
প্রধানমন্ত্রীর কথায়, ভোট যত এগোচ্ছে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে বিরোধী জোট। এরপরেই তিনি রামমন্দির ইস্যুতে বিরোধীদের আক্রমণ শানান। বলেন, সমাজবাদী পার্টি ও কংগ্রস যদি ক্ষমতায় আসে তাহলে তাঁরা রামমন্দিরের উপর বুলডোজার চালিয়ে দেবে। রামলালাকে আবার সেই তাবুতে পাঠিয়ে দেবে বলেও কার্যত বিস্ফোরক মন্তব্য বারাণসীর বিজেপি প্রার্থীর।
উল্লেখ্য, যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অপরাধীদের বাড়িতে বুলডোজার চালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বিরোধীরা দাবি করেন, মূলত মুসলিমদেরই নিশানা করা হয়েছিল। আর এই বিষয়টিকেই প্রচারে তুলে ধরেন এদিন নরেন্দ্র মোদী।
তাঁর দাবি, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি তোষণের কাছে নতি স্বীকার করেছে। বিরোধীদের কাছে ভোট ব্যাঙ্ক ছাড়া আর কিছুই গুরুত্ব পায় না বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী।