বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কান ফিল্ম ফেস্টিভালে এবার নতুন ট্রেন্ড সেট করলেন ঐশ্বর্যা রাই বচ্চন। ভাঙা হাত নিয়েই তিনি পৌঁছে গিয়েছেন সেখানে। সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যা। এবার একেবারে কিশোরী সে। কাজেই ঐশ্বর্যার পাশাপাশি আরাধ্যর দিকেও নজর রয়েছেন পাপারাৎজিদের।
কিন্তু এবার কান ফিল্ম ফেস্টিভালে একটু অন্যভাবেই দেখা যাবে অভিনেত্রীকে। হাত ভেঙে গিয়েছে। হাতে তাই ব্যান্ডেজ নিয়ে কানের রেড কার্পেেট হাজির হয়েছেন তিনি। সেখানে পৌঁছে পেয়েছেন গ্র্যান্ড ওয়েলকামও। ছোট্টবেলা থেকেই আরাধ্যা মায়ের সঙ্গে কান ফিল্ম ফেস্টিভালে যোগ দিয়েছেন। এবার সে কিশোরী। ৭৭ তম কান ফিল্ম ফেস্টিভালে তিনি কি পরে রেড কার্পেটে হাঁটবেন সেদিকে নজর রয়েছে সকলের।
নিতা লুল্লার িডজাইন করা পোশাকে প্রথম কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে অংশ নিয়েছিলেন তিনি। তার সঙ্গে ছিল সোনার ডিজাইন করা গয়না। সঞ্জয়লীলা বনশালীর দেবদাস ছবি দেখানো হয়েছিল সেবার কানে। সেবার শাহরুখ খান এবং মাধুরী দিক্ষিতও অংশ নিয়েছিলেন।
ফুলের তোড়া দিয়ে ঐশ্বর্যা এবং আরাধ্যাকে স্বাগত জানানো হয়েছে কান ফিল্মফেস্টিভালে। এবার কান ফিল্ম ফেস্টিভালে কিয়ারা আদবানি, সোবিতা ধুলিপালাকে দেখা যাবে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন উর্বশী রাউতেলা। শার্ক ট্যাঙ্কের বিচারক নমিতা থাপরও এবার কান ফিল্ম ফেস্টিভালে যোগ দেবেন। এই বছর প্রথন রাজপাল যাদব কানের রেড কার্পেটে হাঁটবেন।
প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকমাস ধরে বচ্চন পরিবারে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। অভিষেক বচ্চনের সঙ্গে নাকি প্রায় বিচ্ছেদ হয়ে গিয়েছে ঐশ্বর্যা রাইয়ের এমনই শোনা যাচ্ছে। তিনি এখন আর জলসায় থাকছেন না। মেয়ে আরাধ্যাকে নিয়ে বেরিয়ে এসেছেন। লমায়ের সঙ্গে থাকছেন ঐশ্বর্যা এমনই শোনা যাচ্ছে। যদিও আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে অভিষেকের সঙ্গেই হাজির হয়েছিলেন তিনি। তবে এই নিয়ে প্রকাশ্যে একেবারেই মুখ খোলেননি ঐশ্বর্যা বা অভিষেক কেউ।