বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টে বড় খবর। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশেনর সভাপতি নির্বাচিত হলেন কপিল সিবাল। তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন প্রদীপ রাই। কপিল সিবাল পেয়েছেন ১০৬৬টি ভোট। অন্যদিকে প্রদীপ রাই পেয়েছেন ৬৮৯টি ভোট।
২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ছিলেন তিনি। তার আগে ১৯৯৫ সাল থেকে ১৯৯৬ সাল এবং ১৯৯৭-১৯৯৮ সাল পর্যন্তও এই পদে ছিলেন সিবল। অ্যাডভোকেট রচনা শ্রীবাস্তব ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
কংগ্রেসের বিদ্রোহী নেতা কপিল সিবাল। এখন তিনি নির্দল হিসেবে সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভার সাংসদ পদে রয়েছেন। সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের আইনজীবী কপিল সিবাল। সুপ্রিম কোর্টে একাধিক বড় মামলায় সওয়াল জবাব করেছেন তিনি। বর্তমানে অবিজেপি জোটের একাধিক মামলার লড়েন তিনি। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে একাধিকবার সভাপতির পদ সামলেছেন প্রবীণ এই নেতা আইনজীবী।