বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকাল ফাসিদেওয়াতে পিক আপ ভ্যানের সাথে বিয়ে বাড়ির বাসের দুর্ঘটনা ঘটে। এতে 26জন আহত হন এবং দুজন মারা যান। আজ আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌছে যান মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য আধিকারিকেরা। এদিন মেয়র জানান ঘটনাটি প্রচণ্ড দুর্ভাগ্যজনক।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ওদের পাশে আছি এবং ওদের যা যা দরকার শিলিগুড়ি পুরনিগম সেইভাবেই ব্যাবস্থা করবে। আমি ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং মৃতদের পরিবারের লোকজনদের সমবেদনা জানাচ্ছি। ওদের এই কষ্টের বোঝা বহন করা প্রচণ্ড মুষ্কিল তাই আমাদের মানে শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে মৃতদের পরিবারকে অর্থসাহায্য করা হবে বলে জানান মেয়র গৌতম দেব।