বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:’মোদী গ্যারান্টি’কে মঙ্গলবারও কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় নরেন্দ্র মোদী একাধিক সভা করে গিয়েছেন। বাংলার মানুষকে মোদীর গ্যারান্টি দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর সরকারে মানুষ শান্তিতে, সুস্থ ভাবে বসবাস করবেন। এই বার্তা বিজেপির তরফ থেকে দেওয়া হচ্ছে। তারই পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 


প্রতিটি সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে আক্রমণ করছেন। মোদী গ্যারান্টি সম্পর্কেও খোঁচা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো৷ মঙ্গলবার কল্যাণীর সভা থেকেও সেই একই বিষয়ে কটাক্ষ করেন তিনি। মোদীর গ্যারান্টি না ফোর টুয়েন্টি। সেই প্রশ্ন করেছেন তিনি।

মঙ্গলবার কল্যাণীতে বিশ্বজিৎ দাসের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি থেকে ইভিএম মেশিন, একাধিক বিষয়ে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে নিশানায় রেখে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ” মোদী গ্যারান্টি আসলে ফোর টুয়েন্টি। ছুঁলেই ৪৪০ ভোল্ট।” তিনি আরও বলেন, ” মোদী গ্যারান্টি নো ওয়ারেন্টি। কথা না রেখে শুধুমাত্র বিজ্ঞাপন দেওয়াকে আমি গ্যারান্টি মনে করি না।”

প্রধানমন্ত্রী বছরে ২ কোটি করে চাকরির কথা দিয়েছিলেন। সেই চাকরি কেউ পেয়েছেন? প্রশ্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের ব্যাঙ্ক একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। সেই টাকাও কি কেউ পেয়েছেন? প্রশ্ন করলেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, “মোদী যাক দেশ থাক। মোদী যাক মনুষ্যত্ব থাক।”

বনগাঁ লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটব্যাঙ্ক অত্যন্ত বেশি। তৃণমূল ও বিজেপি দুই দলই এবার মতুয়া ভোটব্যাঙ্ক নিজেদের দিকে রাখতে মরিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ” ইলেকশন আসলেই সিএএ, এনআরসির কথা মনে পড়ে। কারণ মতুয়া ভোট চাই।”

মোদী সরকারকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” বিনা পয়সায় গ্যাস দেবে বলেছিল, দিয়েছে? গ্যাসের থেকে বড় গ্যাস বেলুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *