বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সন্দেশখালি থেকে ফিরেই সোজা নবান্নে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তাহলে কি মমতার নির্দেশেই তিনি সন্দেশখালি গিয়েছিলেন। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ডিজি সন্দেশখালিতে পা রাখতেই শাহজাহান শেখের গ্রেফতারি নিয়েও পারদ চড়ছে। কবে গ্রেফতার করা হবে শাহজাহান শেখকে প্রশ্ন উঠতে শুরু করেছে।
৪৯ হয়ে গেল এখনও অধরা শাহজাহান শেখ। বিজেপি দাবি করেছে পুলিশের কাছেই রয়েছে শাহজাহান শেখ। বিশেষ একজনের গ্রিন সিগনাল পেলেই তাঁকে গ্রেফতার দেখানো হবে। তবে রাজ্য পুিলশের ডিজি সন্দেশখালি ছাড়ার আগে শাহজাহান শেখকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যাঁরা আইন হাতে নিয়েছে তাঁদের সকলকে গ্রেফতার করা হবে।