বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পানীয় জলের সমস্যায় জেরবার দার্জিলিং।গত কয়েকদিন ধরেই পাহাড়ে জলের সমস্যা দেখা দিয়েছে।দার্জিলিং এ যে যে জায়গায় পানীয় জলের ট্যাঙ্ক আছে সেখান থেকেই ঠিকমত জল সরবরাহ করা যাচ্ছে না বলে অভিযোগ।যে যে জায়গায় রাস্তায় কলের জল আসছে এত সরু হয়ে যায়।
দার্জিলিং এর সাধারন মানুষের অভিযোগ প্রথমে তিনবেলা জল আসত,তারপরে দুবেলা এখন একবেলাতেও ঠিকমত জল পাওয়া যায় না,যাও বা জল পড়ে প্রচণ্ড সরু হয়ে পড়ে।পানীয় জলের সমস্যার কারনে অসুবিধার মধ্যে ড়েছে হোটেলগুলিও,যারা যারা হোটেলে এসে থাকছেন তাদের প্রত্যেককে জল কিনে খেতে হচ্ছে।আগে এক লিটার জলের দাম ছিল দশ টাকা এখন এক লিটার জলের দাম গিয়ে দাড়িয়েছে তিরিশ টাকা।দার্জিলিং পুরসভাতে হামরো পার্টির তরফ থেকে শহরবাসীর জন্য পাউচ প্যাকেটে জল বিলি করা হচ্ছে।দার্জিলিং এর জলসঙ্কটে পাশে দাড়িয়েছে কালিম্পং রোজ কালিম্পং পুরসভা থেকে প্রায় পঞ্চাশহাজার পাউচ প্যাকেট আসছে শহরবাসীর জন্য।প্রতিটি পাউচ প্যাকেটে 5লিটার করে জল থাকছে।পাহাড়ের জলের সঙ্কটে দাম বাড়িয়ে দিয়েছে পানীয় জলের কোম্পানীগুলি।আগে 5লিটার জলের দাম ছিল পঞ্চাশ টাকা এখন তা বেড়ে দাড়িয়েছে একশো দশ টাকা। জল নিয়ে সমস্যা এইবারেই প্রথম নয়,এর আগেও এই সমস্যায় ভুগেছে পাহাড়। কিন্তুু এবারের মাত্রা ছাড়িয়ে গেছে জলের দাম।যা নিয়ে ক্ষুদ্ব ঘুরতে আসা পর্যটকেরাও। তারা জানিয়েছেন সারা দিনে জল কম লাগে না, কিন্তুু যেভাবে দাম বাড়ানো হচ্ছে আমাদের চিন্তা করতে হবে এখানে আসার আগে।কারন এত জল নিয়ে আমাদের পক্ষে কলকাতা থেকে পাহাড়ে আসা অসম্ভব।