বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সন্দেশখালি-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! আরও একটি গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ প্রশাসন। একই সঙ্গে আরও বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। আরও এক মহিলা আজ বুধবার জেলা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন।

 

আর সেই ভিত্তিতেই সন্দেশখালির ত্রাস শিবু হাজরা বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে শিবুর অনুগামী ভানু মন্ডল এবং আমির আলি গাজির বিরুদ্ধেও গণধর্ষণের মামলা রুজু (Sandeshkhali Incident) করা হয়েছে বলে জানা গিয়েছে।

আর এরপরেই নতুন করে পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিতর্কের মধ্যেই গত কয়েকদিন আগেই সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali Incident) শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করে সন্দেশখালি থানার পুলিশ। এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে সেই মামলা রুজু করা হয়। বর্তমানে ধৃত প্রভাবশালী এই তৃণমূল নেতা পুলিশ হেফাজতে রয়েছে। দফায় দফায় তাঁকে জেরা করা হচ্ছে।

আর এর মধ্যেই নতুন করে শিবু এবং তাঁর দলবলের বিরুদ্ধে গণ ধর্ষণের মামলা রুজু করল পুলিশ সন্দেশখালির ৩৯ নম্বর কেসে এই মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। সন্দেশখালির (Sandeshkhali Incident) ঘটনাকে সাজানো ঘটনা বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এমনকি সাজানো লোকজনদের মুখে কাপড় দিয়ে বিজেপি এবং সিপিএম রাখছে বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

আর সেই বিতর্কের মধ্যেই সন্দেশখালি-কাণ্ডে (Sandeshkhali Incident) নতুন করে আরও একটি গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ। অর্থাৎ গ্রামবাসীদের অভিযোগই মান্যতা পেতে চলেছে বলে মত বিশ্লেষকদের। সেখানে কুণাল ঘোষের মন্তব্য ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও দিনের পর দিন কেটে গেলেও খোঁজ নেই সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখের। কবে তিনি গ্রেফতার হবেন? উত্তর নেই পুলিশের কাছেও।

অন্যদিকে এদিন সন্দেশখালি (Sandeshkhali Incident) গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ঘটনার ১৪ দিন পর ঘটনাস্থলে গেলেন তিনি। নৌকায় চেপে পরে টোটো ধরে সন্দেশখালি থানায় পৌঁছন রাজীব কুমার। সেখানেই অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন তিনি।

রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকারও। যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। ঘটনায় কি পদক্ষেপ সে বিষয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে। এরপর গোটা এলাকা ঘুরে দেখেন ডিজির। কথা বলবেন নির্যাতিতা মহিলাদের সঙ্গেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *