বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কিছুক্ষণ আগে সাংবাদিকদের সামনে রাজ্য সরকারের অন্যতম মহিলা মুখ শশী পাঁজা সন্দেশখালি নিয়ে আবার মুখ খুললেন।
সন্দেশখালি নিয়ে পর পর তিনটে ভাইরাল ভিডিও সামনে এসেছে। আমরা কোনো ভিডিওর সত্যতা যাচাই করি নি। কিন্তু মানুষ যে বিভ্রান্ত তাতে সন্দেহ নেই। এই পরিস্থিতিতেই শুক্রবার সকালে শশী পাঁজা সাংবাদিক বৈঠক ডেকে বলেন, ‘প্রথমে যে স্টিং অপারেশন হয়েছে, তাতে প্রকাশ্যে এল বিজেপির অসত্য চিত্রনাট্য। নারী নির্যাতন হয়নি। তারপর মহিলারা এগিয়ে এসে বলছেন, তাঁরা বলছেন বুঝতে পারেননি কোন কাগজে সই করেছেন। মহিলারা এগিয়ে এসে এই অসত্যের বিরুদ্ধে লড়ছেন।’ যদিও এই বিষয় নিয়ে আগেই সন্দেশখালির একাধিক মহিলা আপত্তি জানিয়েছিলেন।
রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর কথায়, ‘রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনগুলিকে দেখলাম আসতে। চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি। তাদের বিভিন্ন টিমগুলিকে নামিয়ে, সন্দেশখালির ঘটনাকে দেখানোর জন্য। এই নক্ক্যারজনক অপচেষ্টা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধেও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস।’