বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সন্দেশখালি নিয়ে মানুষ যে বিভ্রান্ত – তাতে কোনো সন্দেহ নেই। সন্দেশখালি যখন বিজেপির তুরূপের তাস হয়ে উঠছে, ঠিক তখনই সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে – যা তৃণমূলকে কিছুটা শক্তি জুগিয়েছে।
এই পরিস্থিতিতে আবার এক নতুন ভিডিও সামনে আসলো। নতুন এই ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। ওই ভিডিয়োয়, সন্দেশখালির যে আন্দোলনকারীদের সেই সময় রাষ্ট্রপতির দরবারে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা যাচ্ছে রেখাকে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করি নি আমরা। ভোট-বঙ্গে সন্দেশখালির নতুন এই ভাইরাল ক্লিপ ঘিরে নাগাড়ে বিজেপিকে খোঁচা দিয়ে যাচ্ছে রাজ্যের শাসক শিবির। এবার পাল্টা মুখ খুললেন বসিরহাটের বিজেপি প্রার্থীও। ভোটের মুখে ভাইরাল হওয়া ওই ভিডিয়ো ক্লিপ বিজেপি তাঁকে প্রার্থী করার অনেক আগের বলেই দাবি বসিরহাটের পদ্ম প্রার্থীর। সবটা মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল।
ওই ভিডিও দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রেখা পাত্র। ভিডিয়ো ভাইরাল হওয়ার তীব্র ধিক্কার জানিয়ে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখের বিষয়। আমার একটা পুরনো ভিডিয়ো নিয়ে আজ সন্দেশখালির আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে। যে ভিডিয়োটা নিয়ে সন্দেশখালির আন্দোলনকে অসম্মান করছে, সেই ভিডিয়োটা বিজেপি আমাকে সন্দেশখালির মুখ হিসেবে প্রার্থী করার আগের ভিডিয়ো। সেটাকে কাজে লাগিয়ে তৃণমূলের লোকেরা সন্দেশখালির মা-বোনকে অসম্মান করতে চাইছে।’ তিনি বলেন, ওই ভিডিও দিয়ে আসলে তৃণমূল নিজেদের দোষকে লঘু করতে চাইছেন। এর পরে নতুন করে বোমা ফাটান রেখা পাত্র। তিনি বলেন, যখন আমরা আন্দোলনে ছিলাম, “তখন পুলিশ আমাকে থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নিতে বলেছিল।” ফলে আবার নতুন বিতর্কে সন্দেশখালি।