বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতেই নিজেদের দ্বিতীয় সন্তান আগমনের খবর প্রকাশ্যে এনেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। একদিনের বিশ্বকাপ চলাকা‌লীনই অনুষ্কার সন্তান সম্ভবা থাকার খবর প্রকাশ্যে আসে। এরপর থেকে জল্পনার যাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। অবশেষে মঙ্গলবার রাতের দিকের সোশ্যাল সাইটে সুখবর দি‌লেন তারকা দম্পতি। এরপরই বিরাট কোহলিকে দেখা গেল লন্ডনের রাস্তায়।

 

বিরাট ও অনুষ্কা মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছেন, গত ১৫ ফেব্রুয়ারি তাঁদের দ্বিতীয় সন্তান অকায় (Akaay) ভূমিষ্ঠ হয়েছে। জীবনের এই সুন্দর মুহূর্তে সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা দম্পতি। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা ছিল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা লন্ডনে রয়েছেন। সেই খবরেও সিলমোহর পড়ল।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ্যে এসেছে সেখানে যাচ্ছে সন্ধ্যার পর লন্ডনের রাস্তায় রয়েছেন কোহলি। একটি কালো জ্যাকেট এবং সাদা ফুল প্যান্ট তাঁর পরনে রয়েছে। পাশাপাশি মাথায় রয়েছে টুপি। তাঁর কোনও এক ভক্ত ছবিটি তুলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। অর্থ্যাত লন্ডনেই যে অনুষ্কা দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তা স্পষ্ট হয়ে গেল।
বিরাট অনুষ্কার প্রথম সন্তানের জন্ম ভারতে হলেও দ্বিতীয় স‌ন্তান হল লন্ডনেো। ফলে অকায় কী ব্রিটিশ নাগরিকত্ব পাবে? ব্রিটেনের নিয়ম বলছে, যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী একটি শিশু স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ নাগরিক হবে না। একটি শিশু জন্মসূত্রে ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করবে যদি সে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করে এবং পিতামাতাও ব্রিটিশ নাগরিক হয় অথবা ভূমিষ্ঠ হওয়া শিশুটির পিতামাতার স্থায়ী ব্রিটেনে অবস্থান রয়েছে।

এই পরিস্থিতিতে বিরাট অনুষ্কার দ্বিতীয় সন্তানের ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা কম। কারণ বিরাট বা অনুষ্কার সেই দেশে নাগরিকত্ব নেই। ফলে বিরাট অনুষ্কার দ্বিতীয় সন্তানের ভারতের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে সেটা আইনগত কিছু প্রক্রিয়া রয়েছে।
এরআগে ২০২১ সালে বিরাট অনুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। তিন বছর পর তারকা দম্পতির পরিবারে আলো করে এল দ্বিতীয় সন্তান। ফলে ভামিকা এবার খেলার সঙ্গী পেয়ে গেল।

মঙ্গলবার বিবৃতিতে বিরুষ্কা লেখেন, ‘ভীষণ আনন্দ এবং খুশির সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে হয়েছে। মন ভরা খুশি নিয়ে জানাচ্ছি ভামিকার ভাই হয়েছে, নাম অকায়। আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের জীবনের এই দারুণ এই সময়ের জন্য। একই সঙ্গে চাইব আপনারা যেন আমাদের এই ব্যক্তিগত সময়টা সঠিক ভাবে উপভোগ করতে দেবেন। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *