বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হঠাত অসুস্থ হয়ে পড়া ৩০০ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এয়ার ইন্ডিয়া! চাকরি গেল কমপক্ষে ৩০ জন কেবিন ক্রু’য়ের। ঘটনা মোটেই ভালো চোখে নিচ্ছে না কতৃপক্ষ। ফলে আরও বেশ কয়েকজনের চাকরি যেতে পারে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে কর্মীদের সতর্ক করা হয়েছে বলে খবর। এই অবস্থায় যদিও কেবিন ক্র’সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে পারে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ম্যানেজমেন্ট (Air India)। সেখানে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার রাতে হঠাত করে গণছুটিতে চলে যান এয়ার ইন্ডিয়ার (Air India) কমপক্ষে ৩০০ জন সদস্য। অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার কাজে যোগ দেননি এই সমস্ত কর্মীরা। এমনকি ফোনেও তাঁদের পাওয়া যায়নি। আর এই কারণে অন্তত ৮০ টি বিমান এয়ার ইন্ডিয়ার বাতিল হয়।
তালিকায় দেশ এবং বিদেশের একাধিক বিমান ছিল। ঘটনায় নড়েচড়ে বসে টাটার অধীনে থাকা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ম্যানেজমেন্ট (Air India)। বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা। এমনকি সরকারের আরও বেশ কয়েকটি সংস্থাও এই বিষয়ে নড়েচড়ে বসে।
আর এরপরেই কড়া পদক্ষেপ নিল এয়ার ইন্ডিয়া (Air India)। নীতির বিরুদ্ধে হেঁটেছেন কর্মীরা। আর সেই কারণেই এহেন কড়া পদক্ষেপ বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করেছে টাটা গ্রুপ। এরপর থেকেই একাধিক অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।
নয়া এমপ্লয়মেন্ট টার্মের বিরুদ্ধে চাপা ক্ষোভ তৈরি হয়েছে এয়ার ইন্ডিয়ার কর্মীদের (Air India) মধ্যে। এমনকি এই বিষয়ে আন্দোলনও করেছেন তাঁরা। কর্মীদের দাবি, সংস্থার নয়া টার্ম অনুযায়ী কর্মীদের সঙ্গে অসম ব্যবহার করা হচ্ছে। সিনিয়র পোস্টের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগের ক্ষেত্রে অনেক অস্বচ্ছতা থেকে যাচ্ছে বলে অভিযোগ। নীচের পোস্টে চাকরি দেওয়া হচ্ছে বলে দাবি।
এখানে শেষ নয়, বেতন প্যাকেজ ঠিক নেইও, বদলানো হচ্ছে ডিউটি রোস্টার, অনেক ক্ষেত্রেই বিশ্রামের সময় ক্র’রা পাচ্ছেন না বলে অভিযোগ। এই বিষয়ে এক্সপ্রেসের (Air India) ম্যানেজমেন্টকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ কর্মীদের। আর সেই কারনেই কার্যত গণছুটি বলে মনে করা হচ্ছে।
তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। তবে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে জানানো হয়েছে। প্রয়োজনে অন্য দিনের টিকিটও কেটে দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে বিমান সংস্থার তরফে।