বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রথমেই বলে রাখা ভালো যে ওই ভিডিওর সত্যতা অমরা যাচাই করে দেখিনি। তবে ওই ভিডিও যে অনেকটা বিপাকে ফেলেছে বিজেপিকে তাতে সন্দেহ নেই।
সন্দেশখালির মহিলারা বেরিয়ে এসে বলতে শুরু করেছেন, তাঁদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। আর তার ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল। অথচ তাঁরা জানতেনই না। ধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি। এবার সন্দেশখালির স্টিং অপারেশন এবং মহিলাদের বক্তব্যের ভিডিয়ো সামনে নিয়ে এসে প্রচার শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। একটি ট্যাবলো গাড়িতে থেকে ভিডিয়ো প্রচার করা শুরু হচ্ছে গ্রামবাংলায়। যদিও বিজেপি স্পষ্ট বলেছেন, ওটা ভেক ভিডিও।
বাংলার মানুষ কোনো কথা গ্রহণ করবে তা মানুষ জানেন। লোকসভা নির্বাচনের প্রচারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলতে শুরু করেছেন। বিজেপির এই নোংরা রাজনীতি নিয়ে প্রত্যেকটি সভা–সমাবেশ থেকে সোচ্চার হচ্ছেন তাঁরা। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে ট্যাবলো গাড়িতে ভিডিয়ো সম্প্রচার। যেখানে সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্টিং অপারেশনে উঠে আসা বক্তব্য দেখা যাচ্ছে। ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে সর্বত্র। এখন দেখার আসল ঘটনা সামনে আসে কিনা!