বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন শাহরুখ খান। তাঁকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে। গতবছর শাহরুখ খানের পর পর তিনটি সিনেমা রিলিজ করেছিল। তিনটি সিনেমাই বক্স অফিসে সাফল্য পেয়েছে। সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে শাহরুখ খানের জওয়ান।
আগামীকাল মুম্বইয়ে বসেছিল দাদাসাহেব ফালকে পুরস্কারের আসর। বলিউডের তারকারা উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে। করিনা কাপুর, রানি মুখোপাধ্যায়, শাহিদ কাপুর, শাহরুখ খানরা উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠান। জওয়ান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান।
সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সন্দীপ রেড্ডি। অ্যানিম্যাল ছবির পরিচালক সন্দীপ রেড্ডি। গত বছরের হিট ছবিগুলির মধ্যে একটি ছিল সন্দীপ রেড্ডির অ্যানিম্যাল। সেই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি। অ্যানিম্যাল ছবি একাধিক বিভাগে পুরস্কার পেয়েছে।
জওয়ান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। ৬০ ছুঁই ছুঁই শাহরুখের এই দাদাসাহেব ফালকে প্রাপ্তি নিঃসন্দেহে একটা বড় বিষয়। জওয়ান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে পেয়ে শাহরুখ খান আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। তিনি এই পুরস্কারের জন্য তাঁর অনুরাগী এবং সহ অভিনেতাদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে যাঁরা তাঁকে এই পুরস্কারের যোগ্য মনে করেছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খানে।
দাদাসাহেব ফালকে পুরস্কারের মঞ্চে দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে ছলিয়া গানে নাচও করেছেন তিনি। তবে শুধু শাহরুখ খান নন এবার সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সন্দীপ রেড্ডি। অ্যানিম্যাল ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও অ্যানিম্যাল ছবিতে ভিলেনের চরিত্রের জন্য পুরস্কার পেয়েছেন ববি দেওল। জওয়ান ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নয়নতারা। শ্যাম বাহাদুর ছবির জন্য সেরা ক্রিটিক সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল।