বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কোনও ফুলের দেশ থেকে আসা রাজকন্যা যেন। মেট গালার গ্র্যান্ড কার্পেটে আলিয়া ভাটকে দেখে মুগ্ধ নেটপাড়া। গতবার সাদা রঙের গাউনে হাজির হয়েছিলেন আলিয়া। এবার আরও একটু পরিণত িতনি। স্টাইলিংয়ে বেছে নিয়েছিলেন ভারতীয় পোশাক শাড়িকেই।
মেটগালার এবারের থিম ছিল দ্য গার্ডেন অব টাইম। সsই থিমকে সামনে রেখেই নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী। মেটগালা আয়োজন করা হয়েছিল নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসে। সেখানে আলিয়া তো ছিলেনই সেই সঙ্গে ছিলেন হলিউডের সব প্রথম সারির তারকারা।
এতো তারকার ভিঁড়ে নজর কেড়েছেন আলিয়া। তাঁকে রাজকন্যার মতো দেখাচ্ছিল। মেট গালার থিম মেনেই সব্যসাচীর ডিজাইন করা পোশাকে সেজেছিলেন তিনি। প্যাস্টেল সবুজ রঙের শাড়িতে ফুলের নকশা কাটা। সাদা আর হালকা গোলাপি রঙের ফুলের এমব্রডায়েরি করা ছিল। আঁচলের এমব্রডায়েরি ছিল চোখ ধাঁধানো। গোটা শাড়ি দুড়ে ফুলের নকশা। যেন মনে হচ্ছিল ফুলেরা সাজিয়ে দিয়েছে তার সাড়ি।
আলিয়ার শাড়ি তো বটেই নজর কেড়েছে তাঁর পরনে থাকা ব্লাউজও। তাতেও স্টোনের কাজ ছিল অসাধারণ। গোটা শাড়িটি তৈরি করতে বলিউডের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় টিম লাগিয়েছিল ১৯৫৬ ঘণ্টা। প্রায় ১৬৩ জন শিল্পী এই শাড়িটি তৈরি করেছেন তাঁদের দিনরাত এক করা পরিশ্রম দিয়ে। তার সঙ্গে মানানসই মেক আপ এবং হেয়ার করা হয়েছিল। ১৯২০ সালের স্টাইলের থিমে পুরো মেকআপ এবং লুক ক্রিয়েট করা হয়েছিল আলিয়ার।
ভারতীয় গয়নাতে সেজে উঠেছিলেন তিনি। কাজেই পুরোটাই ভারতীয় সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আন্তর্জাতিক মঞ্চে। এমনিতেও ভারতীয় সৌন্দর্যের প্রশংসা রয়েছে আন্তর্জাতিক মঞ্চে। এমনিতেও অভিনয়ের কারণে জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া। তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে একাধিক ছবিতে। বলিউডের এখন প্রথম সারির তারকাদের মধ্যে একজন আলিয়া ভাট।