বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভোটের আগে বিস্ফোরণ বাংলায়। পাণ্ডুয়ায় বোমা ফেটে এক শিশুরক মৃত্যু। আহত হয়েছে ২ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পান্ডুয়ার তিন্না নেতাজী পল্লি কলোনীতে বোম ফেটে মৃত্যু একজনের। গুরুতর জখম দুই।
বল ভেবে বোমা নিয়ে খেলা করতে গিয়ে বিস্ফোরণ হয়। জখম তিন কিশোরকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের মৃত্যু হয়।দুজনকে আশঙ্কা জনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীন পুলিশ।
আগামীকাল রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ। মালদহ এবং মুর্শিদাবাদের চার কেন্দ্রে ভোট। ইতিমধ্যেই সেখানে পৌঁছতে শুরু করে দিয়েছেন ভোটকর্মীরা। এমনিতেই মুর্শিদাবাদে গত কয়েক মাসে একাধিক বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। রাজ্যে একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে একাধিক ব্যক্তির মৃত্যুও হয়েছে।
প্রথম দফার ভোট চলাকালীন উত্তরবঙ্গের দিন হাটায় বিপুল পরিমান বোমা পড়ে থাকতে দেখা গিয়েছিল। এমনকী দিনাহাটার বিজেপি নেতার বাড়ির সামনে বোমা পড়ে থাকতে দেখা গিয়েছিল। তাই নিয়ে উত্তেজনা ছড়ায়। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করেছিলেন কোথা থেকে বোমা এলো তারা জানেন না। তারপরেই আবার হুগলিতে ঠিক ভোটের আগের দিন বোমা ফেটে কিশোরের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।
হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে বাংলা। জেলায় জেলায় বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। কোথা থেকে এই বিপুল পরিমান বোমা আসছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাবেন আরও যেন সতর্ক হয়ে রাজ্যে ভোট পরিচালনা করেন। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে আতঙ্কের পরিবেশ তৈরি করতেই এই ঘটনা ঘটানো হচ্ছে।