বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নির্বাচনের মধ্যে এবার ঝাড়খণ্ডে উদ্ধার টাকার পাহাড়। এদিন ইডির তরফে দাবি করা হয়েছে, ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধার করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ২০ কোটি।
তল্লাশির ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একটি ঘরে টাকার পাহাড় ছড়িয়ে রয়েছে। যে বাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে, তা মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর।
প্রসঙ্গত এর আগে গ্রামীণ উন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় তল্লাশি চালানো হয়। গত বছরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য বীরেন্দ্র কে রামের বিরুদ্ধে একশো কোটি টাকার হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে। ২০২৩-এর ফেব্রুয়ারিতে ইডি তাকে গ্রেফতার করে।
ওই ব্যক্তির কাছ থেকে ঝাড়খণ্ডের কিছু রাজনীতিকের লেনদেনের বিবরণ-সহ একটি পেন ড্রাইভ উদ্ধার করা হয় বলে দাবি ইডির।
এদিকে ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাজ্যের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের সঙ্গে সম্পর্কযুক্ত ঠিকানায় ইডির অভিযানের ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, ৩০ কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে। এখনও গণনা চলছে।
বিজেপি সাংসদ লিখেছেন, ইডি সঞ্জীব লালের বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করেছে। আলমগীর আলম বিধানসভায় কংগ্রেস দলের নেতা এবং ঝাড়খণ্ডের দুর্নীতির রাজা হেমন্ত সোরেন মন্ত্রিসভার মন্ত্রী। তারই ব্যক্তিগত সচিব হলেন সঞ্জীব লাল, বলেছেন নিশিকান্ত দুবে।