বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবশেষে তাপপ্রবাহ থেকে মুক্তির বার্তা আবহাওয়া দফতরের. এদিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস নেই আপাতত।
আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবারের পরে রবিবারেও কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ ও আর্দ্রতাজনিত অস্বস্তি চলতে পারে। তবে তারপর থেকে আপাতত ওই ধরণের আবহাওয়া থেকে মুক্তির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে ওপরে। যে কারণে পরিস্থিতির বদল হতে চলেছে দক্ষিণবঙ্গে। আর যা শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুপরদুয়ার ও কোটবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
এরপর রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘখন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও তাপপ্রবাহ থাকতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়া গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন তাপপ্রবাহের পরিস্থিতি শনিবারের মতো হলেও, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তারপর সোমবার থেকে বৃহস্পতিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে আকাশ মেঘলা থাকতে পারে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৩ ৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও, তারপরের দুই দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, ছয় থেকে সাত মে-র মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে ঘন্টায় ৪৫-৫৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকতে পারে। যে কারণে ওই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।