বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কথায় আছে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। বর্তমানে আইপিএলের পয়েন্ট তালিকায় মুম্বই রয়েছে নবম স্থানে। ১১টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে তারা। পেয়েছে ৬ পয়েন্ট। শেষ তিনটি ম্যাচ জিতলেও হার্দিকদের প্লে-অফে যাওয়া প্রায় অসম্ভব।
পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য এই মরশুমটি অবশ্যই হতাশার, তবে আইপিএলের গ্রুপ পর্ব থেকে মুম্বই বিদায় নিলে তা ভারতীয় ক্রিকেট দলের জন্য ফলপ্রসূ হতে পারে।
আইপিএল পর্ব মেটার কয়েক দিনের মধ্যেই শুরু টি২০ বিশ্বকাপ। ভারতের চারজন সেরা ক্রিকেটার, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ এবং সূর্যকুমার যাদব এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। আগামী টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলে তারা সকলেই অন্তর্ভুক্ত এমনকি তাদের সকলেই প্রথম একাদশের ক্রিকেটার হিসাবে বিবেচিত। মুম্বই দল গ্রুপ পর্ব বিদায় নিলে এই চার ক্রিকেটার অতিরিক্ত বিশ্রাম পাবেন।
১৭ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কেকেআর, এর অর্থ হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে মেগা-ইভেন্টের জন্য প্রস্তুত হতে চার তারকাদের প্রায় তিন সপ্তাহ সময় পাবেন। হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদব চোটের সমস্যা কাটিয়ে চলতি আইপিএলে আসেন। হার্দিক প্রায় পাঁচ মাস বাইরে ছিলেন, এবং সূর্যও পুনর্বাসনে ৩ মাস কাটিয়েছেন। এরফলে দুই ক্রিকেটার অতিরিক্ত বিশ্রাম পাবেন দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে। বুমরাহেরও চোট রয়েছে তাঁর ক্ষেত্রেও পর্যাপ্ত বিশ্রাম জরুরি।
টি২০ বিশ্বকাপে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের নেতা হিসাবে, তাকে তার সেরা হতে হবে। তিনি গত বছরের ডিসেম্বর থেকে বিরতিহীন ক্রিকেট খেলছেন। অতিরিক্ত বিশ্রাম তাঁকে ফোকাসড এবং সতেজ থাকতে সাহায্য করবে। ফাস্ট বোলার হিসাবে, হার্দিক এবং বুমরাহেরও ওয়ার্কলোড ম্যানেজ করতে সুবিধা হবে এবং মাঝের সপ্তাহগুলিতে তাদের ফিটনেস উন্নত করতে পারবেন।
রোহিতের মতো বুমরাহও ডিসেম্বর থেকে একটানা খেলছেন। তিনি জানুয়ারিতে এবং ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সময় ছোট বিরতি পেয়েছিলেন, কিন্তু তাঁর কাঁধে থাকা বিশাল দায়িত্বের কারণে কিছু অতিরিক্ত সময় দলের বাইরে থাকতে পারেনি।
যদিও কেকেআরের কাছে হারের পর মুম্বই অধিনায়ক হার্দিক জানিয়েছেন, “দ্বিতীয় ইনিংসে শিশির পড়ে পিচটা আরও ভাল হয়ে যায়। সেটার একটা সুবিধা কেকেআর পেয়েছে। এই ম্যাচ নিয়ে আলোচনা করতে হবে। তখন বুঝতে পারব কোথায় ভুল হয়েছে। আরও উন্নতি করতে হবে আমাদের। লড়াই চালিয়ে যেতে হবে। আমি নিজেকে এটাই বলি সব সময়। লড়াই ছেড়ে যাওয়া উচিত নয়।”