বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুক্রবার মনোনয়ন পেশের শেষ দিনে গান্ধী পরিবার ঘনিষ্ঠ কেএল শর্মা আমেঠি থেকে এবং রাহুল গান্ধী রায়বরেলি থেকে তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। ওয়ানাডে ভোট হয়ে যাওয়ার পরেও .রাহুল গান্ধী এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলায় করা নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী মোদী এব্যাপারে রাহুল গান্ধীকে শাহজাদে করেও নিশানা করেন। তিনি বলেন, ওয়ানাডে হেরে যাবেন বলেই এই পদক্ষেপ। তবে শুধু প্রধানমন্ত্রীই নন, মোদী মন্ত্রিসভার অনেক মন্ত্রীই রাহুল গান্ধীর সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন।
স্পষ্টই রাহুল গান্ধীর সামনে আমেঠিতে ফের লড়াইয়ের সুযোগ ছিল। কিন্তু রাহুল গান্ধী তা না করে রায়বরেলিতে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতির সুযোগ নিয়ে রাহুল গান্ধীকে ট্রোল করেছেন, রাশিয়ার দাবারু, গ্রান্ড মাস্টার গ্যারি কাসপারভ।
রাহুলের নাম না করে কাসপারভ টুইট করে বলেছেন, প্রথাগত নির্দেশ এই যে শীর্ষ পদের জন্য চ্যালেঞ্জ করার আগে তাঁকে প্রথমে রায়বরেলি থেকে জিততে হবে। দাবা নিয়ে তিনি রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যকে খণ্ডন করেছেন। রাহুল গান্ধী দাবা ও রাজনীতিক মধ্যে সমান্তরাল করে দেখানোর চেষ্টা করেছিলেন।
এব্যাপারে গ্যারি কাসপারভ বলেছেন, গান্ধী বলেছিলেন, দাবায় কেউ কেন্দ্র নিয়ন্ত্রণ করছেন, তা ধারণা করে নেওয়া যায়। কিন্তু যদি কেউ কেন্দ্রকে না বোঝে, তাহলে সে সঠিকভাবে চাপ প্রয়োগ করতে পারে না। একইভাবে রাজনীতিতে কেউ কী করতে চলেছে, সে সম্পর্কে যদি পরিষ্কার ধারণা না থাকে, তাহলে বলা যায়, তিনি কেন্দ্রকে বুঝতে পারছেন না।
পরবর্তী সময়ে গ্যারি কাসপারভ তাঁর এই অবস্থানকে মজা হিসেবেই বর্ণন করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, যখনই সনিয়া গান্ধী রায়বরেলি থেকে পদত্যাগ করে রাজস্থান থেকে রাজ্যসভায় গিয়েছেন, তখন থেকেই ইঙ্গিত স্পষ্ট যে, ওই আসন থেকে এবার কংগ্রেস হারতে চলেছে। এখন দেখা যাচ্ছে কংগ্রেসের শাহজাদে, যিনি আমেঠি থেকে হারার পরে ওয়ানাড ধরে রেখেছিলেন, তিনি এবার রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কারণ তিনি জানেন, এবার ওয়ানাড থেকে হারবেন।
প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আগেই বলেছিলেন, রাজপুত্র, ওয়ানাডের ভোটের পরে সেই আসনে পরাজয়ের ভয়ে অন্য একটি আসন খুঁজবেন। এখন তিনি রায়বরেলি আসন বেছে নিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী রাহুল গান্ধীর প্রতি আক্রমণ শানিয়ে বলেছেন, ভয় পাবেন না, পালিয়ে যাবেন না।
যদিও কংগ্রেসের তরফে এব্যাপারে ব্যাখ্যা করে বলা হয়েছে রায়বরেলি থেকে রাহুল গান্ধীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা হয়েছে। এটি দলের কৌশলগত পরিকল্পনা। রায়বরেলি এলাকা শুধু উত্তরাধিকার হিসেবে নয়, দায়িত্ব পালন হিসেবেও তাৎপর্য বহন করে।
কংগ্রেসের সাধারণ সম্পাক রয়রাম রমেশ বলেছেন, রাহুল গান্ধী রাজনীতি ও দাবার পাকা খেলোয়াড়। তিনি সতর্কতার সঙ্গে বিবেচনাা করেই পদক্ষেপ গ্রহণ করেছেন।