বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কংগ্রেস এবারের লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে রাহুল গান্ধীকে। আমেঠি থেকে প্রার্থী করা হয়নি প্রিয়াঙ্কা গান্ধীকে। এ প্রসঙ্গে কংগ্রেসকে তীব্র কটাক্ষে বিঁধলেন নরেন্দ্র মোদী।
আজ মোদী বাংলার তিন জেলায় সভা করবেন। প্রথম সভাটি ছিল বর্ধমানে। সেখান থেকেই বিরোধীদের একযোগে নিশানা করলেন।
মোদী বলেন, আমাদের কোনও ওপিনিয়ন পোল, এগজিট পোল দরকার নেই। ভোটের ফল পরিষ্কার হয়ে গিয়েছে। ভোট ঘোষণার কয়েক মাস আগে সংসদে কংগ্রেসের এক নেতাও ভোটের ফল কী হবে বলে দিয়েছিলেন। কংগ্রেসের আসন সারা ভারতে কমতে চলেছে।
মোদীর কথায়, কংগ্রেস আরও কম আসনে প্রার্থী। ওদের সবচেয়ে বড় নেত্রীও (সোনিয়া গান্ধী) লোকসভা ভোটের ফল আগাম আঁচ করে রাজস্থান থেকে রাজ্যসভায় গিয়েছেন। শেহজাদা (রাহুল গান্ধী) ওয়েনাড়ে হারবেন। তাই দ্বিতীয় আসন খুঁজছিলেন। আমেঠিতে দাঁড়ানোর সাহস পাননি। পালিয়ে গিয়েছেন রায়বরেলিতে। আমি তাঁকে বলি, ভয় পাবেন না, পালাবেন না।
কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মোদী বলেন, আমি তিনটি চ্যালেঞ্জ করেছিলাম। লিখিত বিবৃতি দিতে বলেছিলাম। তারপর থেকে চুপ মেরে আছে। মোদী জিন্দা হ্যায়। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে দেব না। দলিত, আদিবাসী, ওবিসিদের সংরক্ষণ কাটছাঁট করে কংগ্রেসের মধ্যে ভাগ করতে দেওয়ার প্রয়াস মানা হবে না। মোদীর কথায়, বিরোধীরা ভোটের জন্য সমাজে বিভাজন তৈরি করছে।
তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যের সমালোচনা করে মোদী বলেন, তৃণমূলের এক বিধায়ত প্রকাশ্যে হুমকি দিচ্ছেন! বলছেন, হিন্দুদের ২ ঘণ্টায় ভাগীরথীতে ডুবিয়ে মারা হবে। কী রাজনৈতিক ভাষা, কী রাজনৈতিক সংস্কৃতি? বাংলায় হিন্দুদের সঙ্গে কী হচ্ছে। মনে হচ্ছে, বাংলায় হিন্দুদের তৃণমূল দ্বিতীয় স্তরের নাগরিক বলে মনে করছে। মোদী আরও উল্লেখ করেন, দেশভাগের সময় কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি। আমরা নাগরিকত্ব দিতেই সিএএ লাগু করেছি।