বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা দিবস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজে শুরু হয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটেছে। হঠাৎ ঠান্ডা উধাও হয়ে তাপমাত্রা আবেকটা বেড়ে গেছে। সকালে আর তেমন কুয়াশা নেই।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সন্ধ্যার পরে বৃষ্টি নামে। বৃষ্টি হয় হুগলি (Hooghly), হাওড়া (Howrah), উত্তর ২৪ পরগনায় কয়েকটি এলাকায়। আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী আজও রাজ্যের একাধিক জেলায় দুর্যোগপূর্ন আবহাওয়া থাকবে। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, আজ থেকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এরই মধ্যেই হাজির বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতর তরফ থেকে বলা হয়েছে, শুক্র-শনিবার পর্যন্ত এই বৃষ্টি দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাও।
উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনার কথা হাওয়া অফিস জানায় । দার্জিলিঙে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতি, থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি এবং শুক্রবার উত্তরের জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ চলবে শনিবার পর্যন্ত। তবে তার পরেও আরো কয়েকটা দিন উত্তরে ঠান্ডা থাকবে।