বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বড়বাজারে নাখোদা মসজিদের কাছে গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা দেখতে পৌঁছে গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। তাঁর সঙ্গে ছিলেন মীনা দেবীপুরোহিত। তিনি ঘটনাস্থলে পৌঁছতেই বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা।
তাপস রায় অভিযোগ করেছেন একের পর এক বেআইনি নির্মাণ করা হয়েছে বড় বাজারে। সেই দুর্নীতি প্রকাশ্যে এসে পড়বে এই ভয়েই ওরা যেতে দিচ্ছে না কাউকে। তিনি অবিযোগ করেছেন বিজেপি কাউন্সিলরকে মারধর করেছে তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাপস রায়। তাঁর আরও অভিযোগ সুজিত বসুর অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছে।
দমকলমন্ত্রী জানিয়েছেন কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হবে। তবে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনাই এখন সবচেয়ে বড় কাজ বলে জানিয়েছেন দমকলমন্ত্রী। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ইতিমধ্যেই বহুতলের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন যাবতীয় কাগজ পত্র খতিয়ে দেখা হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। তাঁর সঙ্গে ছিলেন মীনাদেবী পুরোিহত। তাঁরা ঘটনাস্থলে যেতেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তাপস রায় অভিযোগ করেছেন সুজিত বসুর অনুগামীরাই হামলা চালিয়েছে। বিজেপি কর্মীর উপরে হামলার ঘটনায় অবিলম্বে তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারি দাবি করেছেন তাপস রায়। তিনি অভিযোগ করেছেন পরিকল্পনা করেই তাঁর উপরে হামলা চালানো হয়েছে। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী আগে তৃণমূল কংগ্রেসেই ছিলেন। লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বরানগর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। সেখান থেকে তিনি বিজেপিতে যোগ দেন।