বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফের একবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গ নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এব্যাপারে তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।
তিনি তৃণমূলের বিরুদ্ধে আরও পর্দা ফাঁসের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক এবং শেখ শাহজাহানের পরে এবার জেলে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, আবাস যোজনায় পাকা বাড়ি দিতে তৃণমূলের কর্মী এবং আইপ্যাক আবেদনপত্র বিতরণ করছে। নিজের এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনকে ট্যাগ করে তিনি অভিযোগ করেছেন, এটি পুরোপুরি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে। তৃণমূল যেভাবে ভোটারদের প্রলুব্ধ করছে তাতে নির্বাচন কমিশন চুপ করে বসে থাকতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।
বিরোধী দলনেতা বলেছেন, ফর্ম হল ভোটারদের নাম ও ফোন নম্বর সংগ্রহ করার একটি পদ্ধতি। একবার তথ্য সংগ্রহ করা হলে, এই লোকেরা ক্যামাক স্ট্রিট অফিস থেকে একটি ফোন কল পাবেন। নির্বাচন শেষ হলে পাকা ছাদ পাওয়ার প্রতিশ্রুতি ভুয়ো বলে প্রমাণিত হবে এবং ভোটারদের প্রতারিত করা হবে।
শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ভোটারদের বিশ্বাস করানো হবে, কলটি কিছু সরকারি আধিকারিক করেছেন। কিন্তু বাস্তবে কিছু জুনিয়র কল সেন্টার স্টাফকে দিয়ে করানো হবে। তাই তিনি সব ভোটারকে অনুরোধ করতে চান, যদি কেউ ওই জালিয়াতি ফর্ম নিয়ে যোগাযোগ করে কিংবা ওই ধরনের জাল প্রতিশ্রুতি দিয়ে ফোন করে, তাহলে অভিযোগটি নথিভুক্ত করুন।
শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, 1950 (টোল ফ্রি যোগাযোগ নম্বর) ডায়াল করুন এবং নিজের অভিযোগ নথিভুক্ত করুন। অথবা ইমেল পাঠান complaints@eci.gov.in, ceo_westbengal@eci.gov.in-এ। এছাড়া পশ্চিমবঙ্গ পাবলিক গ্রিভেনস রিড্রেসাল অফিসার (PGRO) শ্রী সৈকত দাস – wbdyceosaikat@gmail.com। এব্যাপারে সাধারণ ও পুলিশ পর্যবেক্ষকদের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভোট ঘোষণার বেশ কিছুদিন পর, গতমাসের শেষের দিকে শুভেন্দু অধিকারী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে বলেছিলেন, সারা রাজ্য থেকে মোদীর ছবি সরিয়ে ফেলা হলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাজার হাজার জায়গায় রয়েছে। বিমানবন্দর থেকে উড়ালপুল, সব সরকারি জায়গায় মুখ্যমন্ত্রী, তৃণমূল সাংসদ এবং মন্ত্রী ও প্রার্থীদের ছবি রয়েছে বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা।