ব্রিগেডের বুকে আয়োজিত হওয়া ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপিরকেন্দ্রীয়সম্পাদকঅনুপমহাজরা (Anupam Hazra)। তার বক্তব্য, ‘গীতাপাঠেযোগদেওয়ারজন্যেওটাকাতোলাহয়েছে।চোরমুক্তবিজেপিচাই।’ তিনি আরও লেখেন, ‘এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার !!!

শেষ পর্যন্ত “লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ” – এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন !!! ??? হায়রে – এরা আদৌ হিন্দু !!!??? অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোন পরিবর্তন হবে না, উল্টে মেয়াদকাল আরো বাড়তে পারে !!! আর কতদিন যে “চোর মুক্ত বিজেপি চাই” বলে গলা ফাটাতে হবে কে জানে !!!????’ এটা আর বুঝতে কারোর বাকি নেই যেবীরভূমেরবিজেপিরনেতৃত্বকেনিশানা করেছেনঅনুপম হাজরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *