বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঠাকুর নগরের ঠাকুর বাড়ির তালা ভাঙা নিয়ে বিস্তত জলঘোলা হয়েছে ঠাকুর বাড়ির দুই সাংসদ মমতা বালা ঠাকুর ও শান্তনু ঠাকুরের মধ্য।
এই যাত্রা আদালতের নির্দেশে জয় পেলো বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, পুলিশ আপাতত তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। একই সঙ্গে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শান্তনু ঠাকুরকে আগে পাঠানো পুলিশি নোটিশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শান্তনুকে নতুন করে নোটিশ পাঠাতে হবে এবং তা পাঠাবে হবে ৭২ ঘণ্টা আগে। শুধু তাই নয়, সে ক্ষেত্রে শান্তনুদের ভার্চুয়াল মাধ্যমে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেই জানিয়েছে হাইকোর্ট। হাসি ফুটেছে বিজেপির মুখে।
প্রসঙ্গত, ঠাকুর বাড়ির মন্দিরের তালা ভাঙা, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পালটা মমতা বালা ঠাকুরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়। এই সংক্রান্ত মামলায় শান্তনু ঠাকুরের বাবার নাম এফআইআরে ছিল না। তাসত্ত্বেও পুলিশ তাঁকে ডেকে পাঠায়। অন্যদিকে, ঠাকুর পরিবারের অন্য সদস্য মমতা বালা ঠাকুরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু, পুলিশ তাঁকে ডেকে পাঠায়নি। এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির মতে, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।