নিজস্ব প্রতিনিধি : সল্টলেকের সিটি সেন্টার-১ বসেছে পাহাড়ি মেলা। পশ্চিমবঙ্গের দার্জিলিং এর পাশাপাশি সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও নেপাল থেকে এসেছেন পাহাড়ের ভাই-বোনেরা। তাদের হাতের তৈরি আচার, ঘি ,মসলা ও মোমোর গন্ধে ভরে উঠেছে সল্টলেকের সিটি সেন্টার ওয়ান এর প্রাঙ্গণ। মঞ্চ করে সেখানে উপস্থাপিত হচ্ছে পাহাড়ি ভাই বোনেদের গান ও নৃত্য।
অভিশপ্ত করোনার পরিস্থিতি স্বাভাবিক হতেই পাহাড়ের ভাইবোনেরা হাজির হয়েছেন শহরের বুকে। উদ্দেশ্য একটাই, সেখানকার পর্যটন ব্যবসাকে চাঙ্গা করার পাশাপাশি সৃষ্টি ও কৃষ্টিকে মেলে ধরা।
রবিবার পর্যন্ত চলবে এই মিলন উৎসব যেখানে আপনি এলে কিছুক্ষণের জন্য পাহাড়ি ভাই বোনের সঙ্গে ফটোশুটের সুযোগ পাবেন। শুনতে পাবেন পাহাড়ি ভাইয়ের সেক্সোফোনে সুর।