বেঙ্গল ওয়াচ ডেক্স :মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ সড়ক যোজনা ব্যবস্থার উন্নতিকল্পে এক অনন্য কর্মসূচি পথশ্রী তথা রাস্তাশ্রী প্রকল্প, নিয়ে এসেছে রাজ্যবাসীর জন্য । *কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার সত্ত্বেও এই প্রকল্পে সম্পূর্ণ* *রাজ্য সরকারের নিজস্ব তহবিলের মাধ্যমে রাজ্যের ৩২০০ অঞ্চলে ১২০০০+* কিলোমিটারেরও বেশি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণ, ও রাস্তা সংস্কার এর ফল স্বরূপ রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের মানুষ এতে উপকৃত হবে,স্কুল, কলেজ , হাসপাতালের মাধ্যমে। আজ
সিঙ্গুর থেকে যার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে
এই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত ফলতা বিধানসভার অন্তর্গত ফলতা বি ডি ও অফিসের পার্শ্ববর্তী মাঠে , ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়ের তৎপরতায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো । দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পথশ্রী প্রকল্পের এই রাস্তা । এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক মাননীয় সুমিত গুপ্তা সাংবাদিকদের জানান পুরো জেলায় ১৭০০ কিলোমিটার রাস্তা নির্মাণ হবে যার অর্থ বরাদ্দ প্রায় ৬০০ কোটি টাকা, তিনি আরো জানান এই রাস্তাটি সম্পন্ন করতে যে শ্রমিক আছেন একশ দিনের যে জব কার্ড হোল্ডার তারাই এই রাস্তায় কাজ করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক মাননীয় সামিউল আলম মহাশয় ও উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা সভাধিপতি মাননীয়া শামীমা শেখ এছাড়া উপস্থিত ছিলেন শ্রী অঞ্জন ঘোষ ডায়মন্ডহারবার মহাকুমা শাসক এছাড়া উপস্থিত ছিলেন শ্রী সন্দীপ ঘোষ ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারী এবং উপস্থিত ছিলেন ফলতা বিধানসভার বিধায়ক মাননীয় শংকর কুমার নস্কর মহাশয়। ও আরো অন্যান্য নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠানটি যার অক্লান্ত পরিশ্রমে সাফল্যমন্ডিত হয়েছে যার নাম না বললে নয় তিনি হলেন ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় জাহাঙ্গির খান মহাশয়। উক্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন
Home এই মূহুর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ সড়ক যোজনা কর্মসূচি পথশ্রী তথা রাস্তাশ্রী...