বেঙ্গল ওয়াচ ডেস্ক ::ইদানীং জীবননিয়ে ছবি করার একটা প্রবণতা দেখা দিয়েছে।
সিনেমার ভাষায় যাকে বলে ‘বায়োপিক’।বাংলার মহানায়ক মিঠুন চক্রবর্তী কিন্তু বায়োপিকের ঘোর বিরোধী।
মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি চাই না আমার বায়োপিক নির্মিত হোক। কারণ আমার জীবনে যা ঘটে গেছে তা যেন অন্য কারও জীবনে না ঘটে। অনেকেই তো নানা রকম কষ্ট করে এসেছেন। এখনো কেউ কেউ করছেন। কিন্তু আমাকে ভয়াবহ পথ পাড়ি দিতে হয়েছে। আমাকে আমার গায়ের রং নিয়ে কটাক্ষ করা হতো।
অনেক বছর আমাকে এ অপমান সহ্য করতে হয়েছে। এমনও দিন গেছে আমাকে খালি পেটে ঘুমাতে হয়েছে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি। দুপুরে কি খাব বা খাবার পাব কি না তা ভাবতে হয়েছে। অনেক দিন আমি ফুটপাথে ঘুমিয়েছি। আমি চাই না এসব পর্দায় উঠে আসুক।’ এ কারণেই চান না তার বায়োপিক বানানো হোক। তিনি বলেন, ‘আমি চাই না আমার জীবনের মতো অন্য কেউ এমন কষ্ট দুর্দশা ভোগ করুক। হিট সিনেমা দিয়েছি বলে আমি লেজেন্ড নই। নিজেকে কখনো লেজেন্ড ভাবি না, কারণ আমি সব কষ্ট আর জীবন সংগ্রাম পার করে এসেছি।’
সম্প্রতি ভারতের একটি টিভি অনুষ্ঠানে নিজের অতীত গল্প শোনালেন প্রখ্যাত এ অভিনেতা। অনুষ্ঠানে অতীতে তার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার কথাই বলেছেন।সেই প্রসঙ্গেই বলেছেন,’বায়োপিক’ একদম নয়।