বেঙ্গলওয়াচ নিউজ ডেস্ক :এবারে লাগাতে হবে গাছ, আর তাতেই থাকবে প্রকৃতির ভারসাম্য। তাই গাছ লাগানো হল শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে। শিলিগুড়িতে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছিলেন প্রথমে মেয়র এবং তার পরে শিলিগুড়ির সমস্ত ওয়ার্ড কাউন্সিলারেরা। তাই প্রতিটি ওয়ার্ডেই আলাদাকরে চারাগাছ বিতরন করা হয়েছিল। আর চারাগাছ লাগানোর দায়িত্ব ছিল ওয়ার্ড কাউন্সিলার এবং প্রতিটি ওয়ার্ডের কর্মীদের। তাই গত কয়েকদিন ধরেই চারাগাছ লাগানোর কর্মসূচী পালন করলেন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেখানে হাত লাগালেন ওয়ার্ডের বাসিন্দারা এবং ইষ্কুলের ছাত্রছাত্রীরা। জানা গেছে এই দুই বছর ধরে চারাগাছ বন্টন কর্মসূচী পালন করবেন শিলিগুড়ি পুরনিগম। যার উপর ভিত্তি করেই সমস্ত ওয়ার্ডের মানুষের কাছে পৌছে যাবে চারাগাছ। আর তা লাগাবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং সাধারন মানুষ।