বেঙ্গল ওয়াচ ডেস্ক ::বাংলা সিরিয়ালের গতনুগতিকতা নিয়ে নানা প্রশ্ন কয়েক যুগ আগের থেকেই উঠেছে।
গত বেশ কয়েক বছর ধরে বাংলা সিরিয়ালকে রাবারের মতো টেনেই বড়ো করা হচ্ছে।মানুষ বিরক্ত হচ্ছে কিন্তু সিরিয়াল খুলে টিভির সামনে বসেও পড়ছে।ফলে সিরিয়ালের টিআরপি বাড়ছে।কিন্তু এই টিআরপি বৃদ্ধি আসলে দর্শক-শ্রোতাদের বিরক্তির বৃদ্ধি।
আর ইদানীং বাংলা সিরিয়ালের আরেকটা বড়ো সমস্যা চরিত্রের বিন্যাস।কমবেশি প্রায় সব সিরিয়ালেই হয় বউয়ের দু’টো স্বামী অথবা বরের দু’টো স্ত্রী। দর্শন বিরক্ত।এর প্রত্যক্ষ প্রভাব সমাজে পরে।সমাজের শৃঙ্খলা নষ্ট হয়।এই ব্যাপারে সিরিয়ালের পরিচালক ও প্রযোজকদের নিবিড়ভাবে ভাবা দরকার।
এই মুহূর্তে যে সিরিয়ালের টিআরপি সবচেয়ে বেশি তাহলে ‘ধূলোকণা’।সিরিয়ালের মুখ্য চরিত্রে লালন ও ফুলঝুড়ির জীবনে নেমে আসে অশান্তি – তৃতীয় একটি মেয়ের আগমনে।বিয়ের পরেই লালনের স্মৃতিশক্তি ফিরে আসে আর ওর মনে পড়ে যায় তিতিরের সঙ্গে ওর বিয়ের কথা।মনে পড়ে ও তিতিরকে ভালোবাসে।অন্যদিকে ও ফুলঝুড়িকেও ভালোবাসে।
এই দৃশ্য আসতেই দর্শক ক্ষেপে যায়।সেই গতানুগতিকতার অভিযোগ ওঠে।