বেঙ্গল ওয়াচ ডেস্ক ::১.১৫ মিনিট থেকে হঠাৎ করেই হোয়াটস এপ পরিষেবা বন্ধ।সঙ্গে বন্ধ মেসেঞ্জার পরিসেবাও।
সমগ্র দেশজুড়ে বন্ধ রয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। আধ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করছে না এই এপ। কোনও ব্যবহারী অন্য ব্যবহারকারীকে মেসেজ পাঠাতে পারছেন না। এবং গত আধ ঘণ্টা ধরেই এরকম চলছে। জানা যাচ্ছে, সমগ্র দেশে হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন রয়েছে। তবে শুধুমাত্র ভারতেই নয়। ভারত ছাড়াও বিশ্বের বেশ কিছু দেশেও হোয়াটসঅ্যাপ পরিষেবা ডাউন রয়েছে বলে জানা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপের পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন মেটার (Meta) এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, সংস্থা কাজ করছে। যত শীঘ্র সম্ভব পরিষেবা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। সংবাদ সংস্থা রয়টার্স অনুযায়ী, ওই মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা জানতে পেরেছি কিছু কিছু মানুষ বার্তা পাঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সকলের পরিষেবা ঠিক করার জন্য কাজ করছি।’আবার দুপুর ৩ টে নাগাদ পরিষেবা চালু হয়েছে।