নুর আইন,মালদা: নিয়ন্ত্রন হারিয়ে পণ্যবাহী লরি উল্টে চাপা পড়লো বেশ কয়েকজন।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার গোবরা বটতলি এলাকায়।
স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করেছে।সকলকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।মৃতরা হল আরতি মন্ডল(৫২) ও লুসি মন্ডলকে (০৬)
লক্ষ্ণী যাদব, প্রিয়াংশু যাদব ও নির্মলা মন্ডল(৫৩)
পাঁচ জনকেই মৃত অবস্থায় উদ্ধার করেছে বাসিন্দারা।এদিকে কয়েকজন আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
স্থানীয়দের দাবি,আরোও বেশ কয়েজন লরিতে চাপা পড়ে আছে।দীর্ঘক্ষন হলেও প্রশাসনের তরফে উদ্ধার কাজ করা হচ্ছে না বলে অভিযোগ।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েজে বটতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রতুয়া থেকে একটি পণ্যবাহী লরি হরিশ্চন্দ্রপুরের অভিমুখে ছিল।সেসময় বটতলি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে লরিটি একটি বাড়িতে গিয়ে পড়ে।বাড়িতে বেশ কয়েকজন গল্পের আসর জমিয়ে ছিল।তারা সকলেই লরিতে চাপা পড়ে।ঘাতক লরিটি আপতত পুলিশের হেফাজতেই রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও বস্ত্র শিল্পের প্রতিমন্ত্রি তজমুল হোসেন।