বেঙ্গল ওয়াচ ডেস্ক ::ফের একবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
পাশাপাশি তিনি পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সুপ্রিমো নওয়াজ শরিফের তীব্র সমালোচনা করেন। তিনি নওয়াজ শরিফকে দুর্নীতিগ্রস্থ বলে উল্লেখ করেন। তিনি বলেন, নওয়াজ শরিফের বিদেশের মাটিতে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি রয়েছে।
সম্প্রতি ইমরানের খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, ‘নওয়াজ ছাড়া আর কোনও নেতার বিলিয়ন বিলিয়ন সম্পত্তি রয়েছে।’ ভিডিওতে ইমরান খান বলেন, ‘আমাকে এমন একটি দেশের প্রধানমন্ত্রীর কথা বলুন, যার প্রধানমন্ত্রী বা দেশের নেতার কোটি কোটি সম্পত্তি রয়েছে। এমনকী আমাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরও সেই সম্পত্তি নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইরে কত সম্পত্তি রয়েছে?’ পাশাপাশি ইমরান খান বলেন, কেউ কল্পনা করতে পারবেন না, বিদেশের মাটিতে নওয়াজ শরিফের কত সম্পত্তি রয়েছে।
এর আগে ইমরান খান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন। একটি জনসভায় ইমরান খান ভারতের সঙ্গে তুলনা করে বলেছিলেন, ভারতের স্বাধীনতা এরকম হওয়া উচিত। তিনি বলেন, ভারত ও পাকিস্তান একই সঙ্গে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু নয়াদিল্লি দেশের সাধারণ মানুষের স্বার্থে বিদেশনীতি তৈরি করে। দৃঢ় অবস্থান নিতে পারে। এরপরেই তিনি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নাম না করে সমালোচনা করেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের স্বার্থে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কোনও দৃঢ় অবস্থান নিতে পারে না।
লাহোরের জনসভায় ইমরান খান মার্কিনি চাপে মাথা নত না করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেন। তিনি বলেন, আমেরিকা ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল না কেনার জন্য নির্দেশ দিয়েছিল। ভারত কিন্তু আমেরিকার মিত্র শক্তি। পাকিস্তানের নয়। কিন্তু যখন ভারতকে রাশিয়ার থেকে তেল না কেনার জন্য আমেরিকা নির্দেশ দিয়েছিল, দেখা যাক পাল্টা উত্তরে ভারত কী বলেছিল।’ এরপরেই তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি ভিডিও ফুটেজ দেখান। তারপর ভারতের প্রশংসা করে তিনি বলেন, জয়শঙ্কর তাদের (আমেরিকাকে) বলছেন, ‘আপনারা কে?’ জয়শঙ্কর পাল্টা জবাবে বলছেন, ‘ইউরোপের দেশগুলো রাশিয়ার থেকে প্রাকৃতিক গ্যাস কিনছে। দেশের মানুষের প্রয়োজনে আমরা রাশিয়া থেকে তেল কিনব।’ ইমরান খান বলেন, ‘এটাই একটা স্বাধীন দেশের উদাহরণ।’