শাশ্বতী চ্যাটার্জি ঃ৷ শ্রেয়া ঘোষালের গান পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে, শ্রেয়ার গানে মাত গোটা বিশ্ব। বাংলা কিংবা হিন্দি অথবা দক্ষিণ ভারতীয় গানে নিজের জায়গা করে নিয়েছেন গায়িকা।
তিনি কিন্তু যেমনি সংসার সামলান, তেমনি কাজের জায়গায় খুব ভালোভাবে সামলান। সব মিলিয়ে শ্রেয়ার তুলনা যেন হয় না।
গতবছর ২২ মে তাঁর পুত্র দেব্যানের জন্ম হয়। সে এক বছরে পা রাখল। বর্তমানে গায়িকা তাঁর স্বামী শিলাদিত্য ও ছেলেকে নিয়ে তাঁর ভরা সংসার। জন্মদিনে কিভাবে সেলিব্রেট করলেন গায়িকা, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। যা দেখে খুব খুশি অনুগামীরা।
ছোট দেব্যানকে ভালোবেসে বাবা-মা দুজনেই নির্বু বলে ডাকেন। দেখতে কিন্তু খুব সুন্দর গায়িকার ছেলে। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, জীবনের প্রথম জন্মদিনের শুভেচ্ছা তোমায়। কারণ তুমি আমাদের বাবা-মা হওয়ার সুযোগ করে দিয়েছে এবং শিখিয়েছে জীবনটা সত্যিই কত আনন্দে ভরা। পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে তোমার জীবন ভরে উঠুক । একজন সৎ, বিনয়ী অনুভূতিশীল ও ভালো মানুষ হয়ে ওঠো।
স্বাভাবিকভাবেই শ্রেয়ার এই শুভেচ্ছাবার্তা দেখে মন ভরে গেছে সমস্ত অনুগামী থেকে ভক্তদের। দেব্যানকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে। গায়িকার ভক্তরা ছাড়াও অনেক অনুগামীরাই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।