বেঙ্গল ওয়াচ ডেস্ক ঃ একের পর এক নেতা দল ছাড়ছেন। ‘গা-ছাড়া’ মনোভাব দেখাচ্ছেন বিজেপি নেতারা। অর্জুন সিংয়ের দলবদলের পর দিন একটি ফেসবুক পোস্ট করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তবে আত্মসমালোচনায় মগ্ন অনুপমের এই ফেসবুক পোস্টে ‘অন্য সুর’ দেখছেন রাজনীতির কারবারিরা।

 

 

 

 

 

 

 

 

 

 

রবিবার অর্জুনের দলবদলের সম্ভাবনা জোরালো হতেই ফেসবুক পোস্টে কটাক্ষ করেছিলেন অনুপম। লিখেছিলেন, ‘আগে পাণ্ডবদের মধ্যে এক জন গণ্য করা হত। কিন্তু কৌরবদের মধ্যেও তাঁকে পাওয়া গেলে কতটা অবাক হব ঠিক বুঝতে পারছি না।’ কিন্তু সোমবার সেই অনুপম বোঝালেন অর্জুনের দলবদলে আখেরে ক্ষতিই হল বিজেপির। ফেসবুক পোস্টে অনুপম লিখেছেন, ‘কেউ দল ছাড়লেই ‘এতে দলের কোনও ক্ষতি হবে না’ বা ‘গুরুত্ব দিতে নারাজ’ বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে ‘ক্ষতি যে কিছুটা হয়ে গেল’, সেটা মানতে শেখা দরকার বা কেন বারবার ছেড়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা দরকার!’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অনুপম এ-ও মেনে নেন, একটি কাউন্সিলরের আসন জিততেও বিজেপির এখন গলদঘর্ম দশা। এই অবস্থায় ‘উপরের পদমর্যাদার’ কোনও নেতা দল ছেড়ে গেলে তা নিঃসন্দেহে দলের পক্ষে ক্ষতিকর। এর পর আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস্‌’ সিনেমার সংলাপ উদ্ধৃত করে অনুপম লেখেন, ‘‘অল ইজ ওয়েল’ বলে সান্ত্বনা দেওয়াটা সিনেমাতে ভাল লাগলেও, বাস্তবে সেটা সব সময় না-ও খাটতে পারে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here