Eden Gardens : কালবৈশাখীর প্রভাব, ভাঙল ইডেনের কাচ, উড়ল মাঠের একাংশের ত্রিপল, ঝড়ের মধ্যেই পর্যবেক্ষণে মহরারাজ

0
11

বেঙ্গল ওয়াচ ডেস্ক ঃ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আগে থেকেই ইডেনের মাঠ সম্পূর্ণ ঢেকে রেখেছিলেন সিএবি কর্তারা। কিন্তু কালবৈশাখীর দাপটে উড়ে যায় ঢেকে রাখা অংশের অনেকটাই। ভেঙে গিয়েছে প্রেস বক্সের তিনটি কাচও। আগে থেকেই ঢেকে রাখায় উইকেটের কোনও ক্ষতি হয়নি। শনিবার ইডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃষ্টি মাথায় নিয়েও ইডেনে আসেন তিনি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আইপিএলের প্লে-অফের আগে প্রস্তুতিতে কোনও রকম ফাঁক রাখতে রাজি নয় সিএবি। বাংলার ক্রিকেট সংস্থার প্রধান অভিষেক ডালমিয়া বললেন, ‘‘ম্যাচের এখনও কয়েক দিন বাকি রয়েছে। এই ঝড়ের কারণে ম্যাচে কোনও প্রভাব পড়ার কথা নয়।’’সন্ধে ৬টা নাগাদ ইডেনে আসেন সৌরভ। ঘুরে দেখেন প্রস্তুতি। সোমবার ফের ইডেন পরিদর্শনে আসবেন তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here