বেঙ্গল ওয়াচ ডেস্ক ঃ শনিবার রোয়িং করতে গিয়ে রবীন্দ্র সরোবরে নিখোঁজ দুই রোয়ার। শুরু হয়েছে তল্লাশির কাজ। জানা গিয়েছে, রোয়িং করার সময় কালবৈশাখী শুরু হয়। তাতেই বিপত্তি ঘটে। ওই নৌকায় মোট পাঁচ জন ছিলেন। তার মধ্যে তিন জনকে উদ্ধার করা হয়েছে। দু’জনের খোঁজ নেই। উদ্ধার হওয়া তিন জনের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে কালবৈশাখী শুরু হলে, বিকেল সওয়া পাঁচটা নাগাদ ঝড়ের কবলে পড়ে উল্টে যায় একটি নৌকা। তাতে মোট পাঁচ জন সওয়ার ছিলেন। জলে পড়ার পর, তিন জন সাঁতরে পাড়ে আসতে পারলেও দু’জনের কোনও খোঁজ নেই। তাঁদের খোঁজে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল তল্লাশি চালাচ্ছে।