বেঙ্গল ওয়াচ ডেস্ক ঃ বিকেলের কালবৈশাখী এক ঘণ্টা বন্ধ রাখল ম্যাচ। এর পর লিস্টন কোলাসের ঝড় উড়িয়ে দিল বাংলাদেশের বসুন্ধরা কিংসকে। যুবভারতীতে লিস্টন-ঝড়ে লন্ডভন্ড বসুন্ধরার রক্ষণ। বাংলাদেশের ক্লাবটিকে ৪-০ গোলে হারিয়ে এএফসি কাপে নিজেদের বাঁচিয়ে রাখল এটিকে মোহনবাগান।
ম্যাচের শুরুটাই হয়েছিল নাটকীয় ভাবে। যুবভারতীতে দুপুর থেকেই কালো করে এসেছিল আকাশ। ম্যাচ শুরু হওয়ার চার মিনিটের মধ্যেই শুরু হল প্রবল ঝড়। চারিদিক লন্ডভন্ড। এরপর প্রায় ৫৫ মিনিট বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ।
একেবারে শুরুতে তেমন দাপট দেখাতে না পারলেও ধীরে ধীরে ম্যাচ ধরে নিতে থাকে এটিকে মোহনবাগান। তারপর সবুজ-মেরুন আক্রমণের সামনে হারিয়ে যায় বসুন্ধরা।
কোলাসোর হ্যাটট্রিকের পাশাপাশি অপর গোল ডেভিড উইলিয়ামসের।