Anubrata : দেড় মাস পর বোলপুর ফিরলেন অনুব্রত, জেলা জুড়ে উৎসবে কর্মীরা

0
8

বেঙ্গল ওয়াচ ডেস্ক ঃ মাস দেড়েক পর বোলপুরে নিজের বাড়িতে ফিরলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ‘কেষ্টদা’ বীরভূমের মাটিতে পা দিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর পাড়ায় বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া তৃণমূলের নিচুতলার কর্মীরা। বিভিন্ন মামলায় সিবিআই তলব এড়ানো নিয়ে টানাপড়েন এবং অসুস্থতার কারণে বীরভূমের বাড়ি ছেড়ে কলকাতার ফ্ল্যাটে ছিলেন অনুব্রত। ঘটনাচক্রে, বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পরেই শুক্রবার বোলপুরে ফিরে এলেন। এসে কেষ্ট জানালেন, দলীয় কর্মী-সমর্থকদের আশীর্বাদে এখন তিনি সুস্থ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সকাল থেকেই ‘কেষ্টদা’র বাড়ির সামনে উৎসবের পরিবেশ। সাজানো হয়েছিল তাঁর পাড়া। জোড়াফুলের পতাকা লাগানো হয় রাস্তা জুড়ে। পাড়ার মোড়ে মোড়ে বসেছিল মাইক। মঞ্চও বাঁধা হয়েছিল। এলাকায় ঢুকে ওই মঞ্চে উঠেই হাত নেড়ে দলীর কর্মী-সমর্থকদের উদ্দেশে কেষ্ট মণ্ডল বললেন, ‘‘আপনাদের আশীর্বাদে আমি সুস্থ।’’ স্থানীয় নেতাদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘‘আপনারা সাধারণ মানুষের হয়ে কাজ করুন।’’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here