বেঙ্গল ওয়াচ ডেস্ক ঃ রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ১১ বছর। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাত্রা শুরু করে। প্রথম থেকেই এই সরকারের লক্ষ ছিল সাধারণ মানুষের উন্নয়ন।
আর এই কাজকে বাস্তবায়িত করতে প্রথম দিন থেকে দলনেত্রীর চিন্তাধারায় গ্রহণ করা হয় বিভিন্ন সামাজিক ভাবে উন্নয়ন মূলক কর্মসূচি। সেই সকল কর্মসূচি জনপ্রিয় হয়ে ওঠে দ্রুত।
১১ বছর বাদে মানুষের মধ্যে এইসব সআ কর্মসূচির সম্বন্ধে সচেতনতা বৃদ্ধিতে হুগলি জেলার ধনেখালিতে আয়োজন করা হয় ট্যাবলো। বেলমুড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু হয়ে শেষ হয় বেলমুড়ি ফিডার রোডে।
উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অসীমা পাত্র। এছাড়াও ছিলেন বেলমুড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ব্যানার্জি। ছিলেন ধনেখালি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌমেন ঘোষ, কৃষি কর্মাধ্যক্ষ মোহসীন মণ্ডল, বেলমুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নিতাই বাগ সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত সদস্যবৃন্দ। আর গোটা ট্যাবলো জুড়ে ছিল এলাকার সকল বয়সের মানুষের উপস্থিতি।