উত্তাল ঘোষ : নতুন একটা পুরস্কার তৈরি করে সেটা দেওয়া হয়েছে মমতা ব্যানার্জিকে। তা নিয়ে চারপাশে তোলপাড়।

 

সত্যি বলছি, বিরক্ত লাগছে। যিনি নিজের শিক্ষাগত ডিগ্রি জাল করে, ভোটের লাভের অংকে একজন মহিলাকে দিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করান ও নাম প্রকাশ্যে বলে দেন, বিধানসভা ভাঙচুর করান, তাঁর নৈতিকতা নিয়ে কথা বলা অর্থহীন। তিনি তো নির্লজ্জ স্তাবকতা চাইবেনই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম কোনও চরিত্র আগে এসেছে বলে জানা নেই।

 

 

 

বিরক্তির কারণ অন্য।
ভয়ঙ্কর সব ঘটনা ঘটে যাচ্ছে। কই তেমন কোনও প্রতিবাদ তো দেখি না।

কলকাতা বন্দরের নাম হল শ্যামাপ্রসাদের নামে। প্রতিবাদ ছিল?

এই যে এখন, কাশী মথুরা তাজমহল কুতুব মিনার নিয়ে যা হচ্ছে, দিল্লিতে উচ্ছেদ অভিযানের নামে বাঙালিদের ওপর যে অত্যাচার চলছে, গরীব মুসলিমদের সঙ্গে যা করা হচ্ছে, সেসব নিয়ে তো সরবতা চোখে পরে না। ঘৃণার উচ্চারণ চোখে পড়ে না।

পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন, রোজকার জিনিসপত্র, ওষুধের দাম যা হচ্ছে তা নিয়ে তো এতো রাগের ধাক্কা দেখি না।

সিলেবাস থেকে মুসলিম যুগের কথা মুছে দেওয়া, ফয়েজ আহমেদ ফয়েজের মতো কবির লেখা বাদ দিয়ে দেওয়া… নির্বিকল্প সমাধি।

ধনী গরীবের ফারাক বাড়ছে, বেকারি লাগামছাড়া…
ওগুলোই তো আমাদের মতো সাধারণের সমস্যা, দেশের আসল বিপদ।

মমতা পুরস্কার পেলেন কী না পেলেন, আমাদের দৈনন্দিন জীবনে কী এসে যায়? সুখী গৃহকোণে থাকতে অভ্যস্ত হয়ে যাওয়া ও হতে চাওয়া মন ওই বিষয় নিয়ে নাড়াচাড়া করতে পারে, মুখর হতে পারে।
……

কদিন আগে সিপিএম রাজ্য সম্পাদক পরপর দুদিন পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা করলেন। নয়নের মণি হয়ে ওঠা যুবনেত্রী পুলিশকে বললেন পোষা কুকুর। কোনও পুলিশকর্মীর পরিবারের কেউ সিপিএম বা যুব ফেডারেশন করেন না? অন্য কাউকে অপমান করলে কিছু নির্বোধ স্তাবকের হাততালি জুটতে পারে কিন্তু নিজের সম্মান বাড়ে না। রাষ্ট্র, সরকার…এসব সম্পর্কে ধারণা থাকলে কেউ একথা বলতে পারে না।

৩৪ বছরের বাম শাসনে পুলিশ খুব স্বাধীন ও স্বনিয়ন্ত্রিত ছিল বুঝি? এসব কথা বলে নিজেদের নিম্ন রুচি, নিম্ন মেধার পরিচয় দেওয়া হয়, শুধু তাই নয়, ভুল আদর্শগত ও রাজনৈতিক বার্তাও দেওয়া হয়। দিলীপ ঘোষের কথাটা শুনেছেন তো, ছোটবেলায় কুকুরের পেছনে পেট্রোল ঢেলে দৌড় করাতেন, এখন তৃণমূল নেতাদের পেছনে পেট্রোল ঢেলে দৌড় করাতে বলছেন।
……
শাসক বিরোধী রাজনৈতিক নেতাদের ‘উন্নত রুচিবোধের আলোয় উদ্ভাসিত’ আমাদের বাংলা।

 

 

( মতামত ব্যক্তিগত )

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here