বেঙ্গল ওয়াচ এর জন্য কলম ধরেছেন বিশিষ্ট সাংবাদিক সুব্রত রায় . .  আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলায় কলকাতা হাইকোর্টের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মামলা করেছিল ক্যাট।

 

দিল্লির বেঞ্চে এই মামলার শুনানির সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলাপন। সেই সময়ে কলকাতা হাইকোর্ট তার পক্ষেই মামলার রায় দেয়।

 

সেই নির্দেশে স্পষ্টভাবে বলা হয় এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে সুপ্রিম কোর্টের নির্দেশের মান্যতা দেওয়া হচ্ছে না। সলিসিটর জেনারেল তুষার মেহতা এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান। সেখানে তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন এইক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কোনও এক্তিয়ার নেই।

 

যে জুরিসডিকশনে এই বিষয়টি চলছে তা দিল্লিতে চলছে। ফলত এটি দিল্লি জুরিসডিকশনের মধ্যে পরে। তিনি আরও বলেন যে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠানোর মধ্যেও কোনও সাংবিধানিক সমস্যা নেই। শেষমেশ হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল দেশের শীর্ষ আদলত।

 

সুপ্রিম কোর্টে এই মামলা খারিজ হয়ে যাওয়ার মূল যুক্তি, ভৌগোলিক এলাকার ভিত্তিতে এই মামলায় নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই কলকাতা হাই কোর্টের। তবে শীর্ষ আদালত এও জানিয়েছে, এক্তিয়ারভুক্ত অন্য কোনও আদালতে আবেদন জানাতে পারবেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

 

সেক্ষেত্রে ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টেরও দ্বারস্থ হতে পারেন তিনি। গত ২৮ মে ঘূর্ণিঝড় ‘যশ’ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

কলাইকুণ্ডায় প্রশাসনিক বৈঠক করেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে আলাপনবাবুর ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হলেও তিনি বৈঠকে হাজির হননি। এরপরই ১৬ জুন আলাপন বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে কেন্দ্রের কর্মীবর্গ দপ্তর।

 

ফলে বলা যেতেই পারে নতুন ইংরেজি বছর 2022 শুরু হতেই সময়টা কিছুটা বেগতিক হয়ে দাঁড়িয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here