মদনমোহন সামন্ত : পশ্চিমবঙ্গে সাত দফায় হবে এবারের লোকসভা নির্বাচন। কবে, কোথায় দেখে নেওয়া যাক।
১১ এপ্রিল প্রথম দফা – আলিপুরদুয়ার, কোচবিহার।
১৮ এপ্রিল দ্বিতীয় দফা – জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ।
২৩ এপ্রিল তৃতীয় দফা – বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিন, জঙ্গিপুর, মুর্শিদাবাদ
২৯ এপ্রিল চতুর্থ দফা – বহরমপুর ,কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর ।
৬ মে পঞ্চম দফা – বনগাঁ, ব্যরাকপুর, হাওড়া, শ্রীরামপুর, আরামবাগ, হুগলী, উলুবেড়িয়া।
১২ মে ষষ্ঠ দফা – তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া বাঁকুড়া, বিষ্ণুপুর।
১৯ মে সপ্তম দফা – দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিন, ডায়মন্ডহারবার।
সাত দফায় মতগ্রহণকে ভারতীয় জনতা পার্টি স্বাগত জানালেও তৃণমূল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে।