নিজস্ব প্রতিনিধিঃ বসিরহাটের ভ্যাবলা স্টেশনের মহিলা নিত্যযাত্রীদের দাবি ছিল শৌচালয়ের। কিন্তু স্টেশন মাস্টারের কাছে বহুদিন এই শৌচালয় নিয়ে দাবি করলে তিনি আশ্বাস দিলেও তা ফলপ্রসূ হয়নি।
তাই এই নিয়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে শুক্রবার সকালে তারা রেললাইনে নেমে অবরোধের পথ বেছে নেয়। যার ফলে শিয়ালদহ ও হাসনাবাদমুখী বহু ব্যস্ত সময়ের ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায়।
বসিরহাটের ভ্যাবলা স্টেশন একটি ব্যস্ততম স্টেশন বসিরহাটের 4 রুটের যানবাহন সবকিছু গাড়ি স্টেশনে পৌঁছায় বহু যাত্রীরা ট্রেনে ওঠানামা করে কিন্তু দীর্ঘদিন ধরে দাবি এই স্টেশন চত্বরে এত মানুষের সমাগম কোন শৌচালয় না থাকায় বিশেষ করে মহিলাদের জন্য খুব অসুবিধায় পড়তে হয়।
রেল কর্তৃপক্ষের জানিয়ে কোন ফল না হয় বাধ্য হয়ে আজকে সকাল আটটা নাগাদ হাসনাবাদ শিয়ালদা ডাউন লোকাল সামনে রেল অবরোধ করে মহিলা যাত্রীরা 30 মিনিট রেল চলাচল বন্ধ বন্ধ হয়ে যায় ।
ঘটনাস্থলে রেলের আধিকারিক স্টেশন ম্যানেজার এই দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেযন মহিলা যাত্রীরা।