অর্ণব মৈত্রঃ বসিরহাট থানার পিফা এলাকার বাসিন্দা আব্দুল্লাহ মল্লার ছেলে সাইফুল মোল্লা। গত ১০ ই জানুয়ারি নারকটিক মামলায় বসিরহাট থানার পুলিশের হাতে ধরা পড়ে সাইফুল।
তাকে আদালতে তোলা হলে সাইফুলকে নিজেদের হেফাজতে নেয় বসিরহাট থানার পুলিশ। ১৬ জানুয়ারি বুধবার পুনরায় সাইফুলকে আদালতে পাঠানোর কথা ছিল পুলিশের।
প্রতিদিনের মতো সোমবার রাতে অন্য বন্দীদের সঙ্গে সাইফুলকেও বসিরহাট জেলা হাসপাতালের মেডিকেল চেকআপের জন্য নিয়ে যায় পুলিশের পক্ষ থেকে। মেডিকেল করে ফেরার সময় থানার খুব কাছ থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় সাইফুল।
রাত থেকেই সাইফুলের খোঁজে তল্লাশি শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। যদিও পুলিশের গাড়ি থেকে বন্দি পালানোর ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে এবিষয়ে মুখে কুলুপ এটেছে পুলিশ।