অর্ণব মৈত্রঃ শুক্রবার দুপুর দেড়টা নাগাদ আচমকাই বসিরহাট ভ্যাবলা সংলগ্ন নির্মীয়মান পলিটেকনিক কলেজের পিছনের মাদুর তৈরির পাতি বোন থেকে আগুন বের হতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
কিছুক্ষণের মধ্যেই কালো ছাইয়ে ঢেকে যায় গ্রামের আকাশ। পাতি বোন থেকে বিক্ষিপ্তভাবে দাবানলের মত আগুন বের হতে দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। খবর দেওয়া হয় বসিরহাট থানার পুলিশ ও দমকল বাহিনীকে।
মাঠের এক দিকে পলিটেকনিক কলেজ ও অন্যদিকে গ্রামে ঢাকা থাকায় দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে আসলেও বাধাপ্রাপ্ত হয় আগুন নেভানোর কাজে। বেশ কিছু সময় পরে হ্যান্ড পাম্প নিয়ে মাঠের পাশ থেকে ডোবার জল তুলে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল কর্মীরা।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা। স্থানীয় বাসিন্দারা জানান, ‘যে ভাবে আগুন জ্বলছিল তাতে গ্রামবাসীরা ভয়ে ঘরের জিনিসপত্র সরাতে শুরু করেছিল’।
কিভাবে আগুন লাগলো তা গ্রামবাসীরা বলতে না পারলেও আগুন লাগার বিষয়ে কথা বললে প্রাথমিকভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয় কাউন্সিলর সরদার ইলিয়াস আলী।