অর্ণব মৈত্রঃ বসিরহাটের পিফা পঞ্চায়েতে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে শ্মশান তৈরির কাজ শুরু হয় বেশ কয়েক মাস আগে।
আনুমানিক ৩৪ লক্ষ টাকা ব্যয়ে বৈতরণী প্রকল্পের টাকায় শ্মশান ঘাট নির্মান করার উদ্যোগ নেয় বসিরহাট দক্ষিন বিধানসভার বিধায়ক দিপেন্দু বিশ্বাস।
বেশ কয়েক মাস ধরে কাজ চলার পর গত কয়েক দিন আগে চার টি শ্মশান ঘাট তৈরীর কাজ সমাপ্ত হলে, সেই শ্মশান ঘাট গুলোর দার উদঘাটন করে বিধায়ক দিপেন্দু বিশ্বাস। এতোদিন ধরে এখানে পরিকল্পিত শ্মশান ছিল না।
এলাকার বাসিন্দাদের মৃতদেহ দাহ করার জন্য দশ কিলোমিটার পথ বেয়ে যেতে হত বসিরহাট শ্মশানে। এই ধরনের উন্নয়নমুখি কর্মসূচির জন্য খুশি এলাকাবাসী।