অর্ণব মৈত্রঃ বছর দশ আগে ভালো বেসে বিয়ে করে ছিলেন প্রতিবেশি টুম্পা সমাদ্দার কে লব সমাদ্দার (৪২)।বিয়ের পর থেকে লব কে শারিরীক ও মানসিক অত্যাচার করতো বলে অভিযোগ।

লব বাবু পেশায় রাজ্য সরকারের পিএইচই দপ্তেরর আধিকারিক। ঘটনাটি অশোকনগর থানার বনবনিয়া হরিসভা এলাকায়।

গত মাসে স্ত্রী টুম্পা সমাদ্দার লবকে ছেড়ে এক যুবকের সাথে ভিন রাজ্যে থাকছিলেন ।এর আগেও বহু বার গেছেন বলে পরিবার সূত্রে খবর।ভিন রাজ্যে যাবার আগে একাধিক সংস্থা থেকে প্রায় দশ লক্ষ টাকা নিয়ে সেই যুবকের সাথে চলে যায় বলে খবর।

সেই মানসিক অবসাদ থেকে সোমবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে লব।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে ঘুম থেকে উঠছে না দেখে অনেক ডাকাডাকি করতেও না ওঠায় দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে পাখার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে সাথে সাথে অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে। তারপরেই উত্তেজিত জনতা মহিলার বাপের বাড়ি ভাংচুর করে। এলাকায় খুব ভালো ছেলে বলে পরিচিত ছিল লব।দেহ ময়নাতদন্ত করে বারাসাত মর্গে রাখা রয়েছে।স্ত্রী টুম্পা আসলে তার হাতে তুলে দেওয়া হবে।পরিবারের আরো অভিযোগ অশোকনগর থানায় অভিযুক্ত মহিলার নামে অভিযোগ করতে চাইলে পুলিশ নিতে চায়নি।পরিবারের লোকজনের দাবী সঠিক তদন্ত হয়ে উপযুক্ত শাস্তি হয়।
[1/15, 7:33 PM] Arnab Mitra Baserhat News: দাদা আমার ফোনে রিচার্জ টা হয়নি। একটু দেখেন প্লিজ।।
খুব সমস্যা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here